ফেসবুকীয় স্টাটাস। প্রথমে স্বপ্ন দেখানো। পরে হতাশার গ্লানি ভুলে আবার নতুন করে এগিয়ে যাওয়ার মন্ত্রনা।

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৭:১৬ রাত

- 25/02/2014

---------------------------------

বাংলাদেশ ও ভারত

নাকি খেলা আছে ?

তো কে জিততে পারে ?

- অবশ্যই বাংলাদেশ।

- কিভাবে এত নিশ্চিত.?

- মাশরাফি আছে না। সে তো একাই

যথেষ্ট।

- মাশরাফি নাই গুরু।

- তো কি হইছে । তামিম আছে না।

ওপেনিং ব্যাটসম্যান।

একেবারে ফাটায় দিব।

- নাই তামিম ও নাই।

- ও, তাইলে যা করার একাই সাকিব

করবে ।

- সাকিব তো সাসপেন্ড।

-!! তাই নাকি ? ক্যাপ্টেন মুশফিক

ব্যাটা করেটা কি ?

- সে তো বোর্ডের কাছে সুপারিশ

করতে গিয়া বাঁশ খাইছে। টিম

স্পিরিট জিরোর কোঠায়।

-?????????????

- কি চিন্তিত নাকি ?

- আরে ধুর কিসের চিন্তা।

ওরা নাইতো কি হইছে। নতুন কোন

টাইগার ঠিকই জেগে উঠবে। জয় হবেই

হবে ইনশাআল্লাহ।

আমরা বাঙালি জাতি আসলে বেরসিক

নই। সহজে হার মানি না, হতাশ হই

না। শত হতাশার ভিড়েও নতুন আশার

স্বপ্ন দেখি।

হয়তো এটাই আমাদের সবচেয়ে বড়

শক্তি।

26/02/2014

----------------------------

বাংলাদেশ হেরে যাচ্ছে। হতাশায়

নিমজ্জিত দর্শক। অনেকে মুখ

ঢেকে কান্নাকাটি করছে।

হঠাৎ টেলিভিশনের

ক্যামেরা ঘুরে গেল। মুখ

ঢেকে কান্নাকাটি করা দর্শকের

চেহারা ভেসে উঠল টিভির

পর্দায়।

দর্শক বুঝে ফেলছে তাকে এখন

টিভিতে দেখাচ্ছে। দুই হাত

উপরে তুলে সেকি লাফালাফি।

নিমিষেই সব হতাশা, দুঃখ উধাও।

কি আশ্চর্য সেই দৃশ্য। একজন

খুশিতে লাফালাফি করছে। আবার

চোখের কোনায় পানি চিকচিক করছে।

বড়ই অদ্ভুত এক জাতি আমরা। দুঃখ

ভুলতে সময় লাগেনা।

এ যেন ঘরে আগুন লাগছে তো কি হইছে। আমার ছেলে তো দমকল দেখল।

দর্শকটি হল

একটা প্রতিকী চরিত্র।

বাস্তবে আমরা বাংলাদেশী সকলেই

এরকম।

অভিনন্দন বাংলাদেশ দলকে।

পরবর্তী ম্যাচে লাফালাফির জন্য

আমরা সাধারণ দর্শক

আবারো প্রস্তুত।

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183602
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ধন্যবাদ
183622
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৫
সজল আহমেদ লিখেছেন : ভাল লেখা।
183650
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪২
183758
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File